মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় আর কিছুই ঠিক হবে না চারদিকে সবাই আছে, কিন্তু কেউ নেই আমার পাশে একা লাগলেও কারো সাথে ভাগ করে নেওয়ার মতো সম্পর্ক আর নেই সবাই শুধু নিজের মতো ব্যস্ত, কারো সময় নেই জানার জন্য আমি কেমন আছি এই অনুভূতিটা যখন বারবার ফিরে আসে, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সঙ্গী ভাবতে হয় অথচ মন চায়, কেউ থাকুক পাশে।