ভালোবাসা শব্দটা এখন আর আগের মতো মিষ্টি লাগে না কারণ এই শব্দের আড়ালে লুকিয়ে থাকে প্রতারণা, অবহেলা আর উপেক্ষা আজকাল কাউকে ভালোবাসতে ভয় লাগে যদি একদিন আবার সেই পুরনো গল্পটা হয়— বিশ্বাস করে কাছে টানা, তারপর ধীরে ধীরে দূরে সরে যাওয়া আমি এখন চুপচাপ থাকি, কারো উপর বিশ্বাস করি না কারণ আমি জানি, একসময় সবাই কেমন করে বদলে যায়।