কিছু সম্পর্ক থাকে, যেগুলো শেষ হয় না, শুধু থেমে যায় মাঝপথে আমরা কেউ আর একে অপরকে খুঁজি না, ডাকিও না তবুও মনে মনে হাজারটা কথা জমে থাকে বলার অপেক্ষায় সময়ের ব্যবধান আমাদের দূর করে দেয়, অথচ ভালোবাসাটা ঠিক আগের মতোই থেকে যায় মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবার পুরোনো সেই দিনগুলোর কাছে ফিরে যাই, যেখানে আমরা ছিলাম, হাসতাম, রাগ করতাম অথচ এখন শুধু নীরবতা
।,