জীবনের এক এক সময় এমনভাবে ধাক্কা দেয় যে, নিজের মধ্যেও নিজের অস্তিত্ব খুঁজে পাই না এতবার বিশ্বাস ভাঙার পরেও আমি বিশ্বাস করতে চেয়েছিলাম ভেবেছিলাম এবার কেউ হয়তো আমার থাকবে কিন্তু না, আবারও ভুল হয়েছিল আমার মন আজও বোঝে না কেন সবাই ভালোবেসে শেষ পর্যন্ত কষ্টই দেয় কেন কেউ পাশে থেকে বলেও চলে যায় আমি যতটা শক্ত হয়ে উঠতে চেয়েছি, ঠিক ততটাই ভেঙে পড়েছি ভেতরে।