কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব আপন হয়ে, কিন্তু থেকে যায় না তারা আসে, স্মৃতি তৈরি করে, ভালোবাসা শেখায়, তারপর একদিন হঠাৎ করেই দূরে সরে যায় এমনভাবে যেন কোনোদিন ছিলই না অথচ তাদের জন্যই আমরা নিজেদের অনেকটা বদলে ফেলি, স্বপ্ন আঁকি, ভবিষ্যতের ছবি তৈরি করি কিন্তু তারা শুধু মাঝপথেই থেমে যায় আর সেই থেমে যাওয়ার পর বাকি পথটা একা চলতে হয়, ভাঙা হৃদয় নিয়ে প্রতিদিন হাসার অভিনয় করতে হয় পৃথিবীর কাছে অথচ ভিতরে ভিতরে কেউ যেন নিঃশেষ হয়ে যায়।