মাঝে মাঝে খুব ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরে কাঁদি, সব কষ্টগুলো খুলে বলি কিন্তু বাস্তবতা এতটা কঠিন যে, কাউকে আর বিশ্বাস করতে মন চায় না আজকাল মানুষ শুধু জানতে চায় তুমি কী করো, কিন্তু কেউ জানতে চায় না তুমি কেমন আছো আমি হেসে চলি, স্বাভাবিক থাকার ভান করি অথচ আমার মনটা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে কিছু অনুভূতি আছে, যা বোঝানোর মতো ভাষা নেই, আর বোঝার মতো মানুষও নেই।