যার জন্য সব ছেড়েছিলাম, সে আজ আর আমার কোনো খবরই রাখে না আগে যার একটা মেসেজ পেতে পুরো দিন অপেক্ষা করতাম, সে আজ আমার উপস্থিতি পর্যন্ত অনুভব করে না সম্পর্ক মানে এখন যেন কেবল চ্যাট, স্ন্যাপ আর রিপ্লাইয়ের খেলা হয়ে গেছে আবেগ, অনুভব, অপেক্ষা— এসব যেন কেবল আমার ভেতরেই ছিল এখন প্রতিদিন নিজেকেই বোঝাতে হয়— সবই ছিল একপাক্ষিক, আমি শুধু নিজেই ভালোবেসেছিলাম।