সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কেউ বলে না এই সময়টা পার করতে কতোটা কষ্ট হয় সময় হয়তো ক্ষত শুকায়, কিন্তু দাগ রেখে যায় আর সেই দাগগুলো প্রতিদিন স্মরণ করিয়ে দেয়— তুমি একসময় অনেকটা ছিলে, এখন আর কিছুই না আমি আজও মনে মনে তোমায় খুঁজি, অথচ তুমিই আজ এমন দূরে চলে গেছো যে তোমার ছায়াটাও আর আমার দিকে ফিরে তাকায় না।