কিছু কিছু সম্পর্ক এমন হয়, যেখানে দুটি মানুষ মনের গভীরে থেকে যায়, কিন্তু বাস্তবে আর একসাথে হয় না দুজনেই হয়তো আজ অন্য পথে হাঁটে, ভিন্ন জীবন বেছে নেয় কিন্তু মাঝরাতে একা হলে স্মৃতিগুলো এসে কড়া নাড়ে তখন প্রশ্ন জাগে— আমরা কি পারতাম না আরেকটু চেষ্টা করতে? উত্তর কেউ জানে না, শুধু বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে।