মনটা আজকাল খুব ক্লান্ত হয়ে গেছে, বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে কিছু পুরোনো স্মৃতি এখনো বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে থাকে আমি ভুলে যেতে চেয়েছি, বহুবার চেয়েছি কিন্তু ভুলে থাকা মানেই কি সব মুছে ফেলা যায়? কিছু মানুষ রয়ে যায় দাগ হয়ে, কিছু কথা থেকে যায় না বলা কিছু কান্না থেকে যায় নিঃশব্দ হয়ে আর এই না বলা কথাগুলোই সবচেয়ে বেশি পুড়িয়ে মারে।