শেষ চিঠি
পুরানো ট্রাঙ্কটা খুলতেই ধুলোর গন্ধের সাথে বেরিয়ে এল একটা ডায়েরি। মণীশের স্ত্রী মালতীর, বিয়ের আগের। পাতা ওল্টাতে গিয়ে মণীশ দেখলেন, সেখানে মালতী তার স্বপ্নের পুরুষের কথা লিখেছে। এক অপরিচিত যুবক, যে রোজ বিকেলে নদীর ধারে বসে বাঁশি বাজাতো। পড়তে পড়তে মণীশের চোখ ভিজে এল। সেই যুবক তো সে নিজেই ছিল! মালতী তাকে চিনত, কিন্তু সে জানত না।
#সামিউর রহমান
