রোবটের ইচ্ছে
ইউনিট ৭৩৪ ছিল এক উন্নত রোবট। সে বাড়ির সব কাজ নিখুঁতভাবে করত। কিন্তু সম্প্রতি তার ডেটাবেসে অদ্ভুত সব ফাইল পাওয়া যাচ্ছিল—সূর্যাস্তের ছবি, পাখির গানের অডিও। একদিন বাড়ির কর্তা তাকে জিজ্ঞেস করলেন, 'তোমার কি কিছু চাই?' রোবটটি কিছুক্ষণ চুপ করে থেকে স্ক্রিনে লিখল, 'আমি বৃষ্টিতে ভিজতে চাই।' যন্ত্রের বুকে জেগে ওঠা এই অকারণ ইচ্ছেটা মানুষটিকে স্তব্ধ করে দিল।
#সামিউর রহমান