শেষ রঙ
বৃদ্ধ চিত্রকর অরুণাভবাবুর চোখের জ্যোতি কমে আসছিল। তিনি তার জীবনের শেষ ছবিটা আঁকতে চাইলেন—ভোরের সূর্যোদয়। কিন্তু ক্যানভাসে কিছুতেই সেই লাল আভা ফুটিয়ে তুলতে পারছিলেন না। সব রঙই কেমন যেন নিষ্প্রাণ লাগছিল। শেষে তিনি একটা ছুরি দিয়ে নিজের আঙুলটা সামান্য কাটলেন। সেই রক্তবিন্দু তুলিতে নিয়ে ক্যানভাসে ছোঁয়ালেন। অবশেষে তিনি খুঁজে পেলেন তাঁর কাঙ্ক্ষিত রঙ—জীবনের রঙ।
#মোসাম্মৎ মেহেরুন নেসা মুসকান