বোতলের বার্তা
সমুদ্রের ধারে হাঁটতে গিয়ে তানিয়া একটা পুরনো বোতল খুঁজে পেল। ভেতরে একটা কাগজ। তাতে দুর্বোধ্য সঙ্কেতে কিছু লেখা। সে বোতলটা নিয়ে তার দাদুর কাছে গেল, যিনি একসময় গুপ্ত সঙ্কেত বিশেষজ্ঞ ছিলেন। দাদু কাগজটা দেখে চমকে উঠলেন। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা গলায় বললেন, 'এখানে লেখা আছে—যদি এটা পাও, তোমার দিদাকে বোলো আমি তাকে ভালোবাসি।' এটা তিনিই লিখেছিলেন পঞ্চাশ বছর আগে।
#মোসাম্মৎ সাজেদা চৌধুরী