হারানো সুর
অমলবাবু ছিলেন বড় সুরকার, কিন্তু এখন অ্যালঝাইমার্সে আক্রান্ত। নিজের সুরই ভুলে গেছেন। তাঁর নাতনি মায়া রোজ তাঁর কাছে আসত। একদিন সে ছোটবেলায় শোনা একটা সুর গুনগুন করে গাইতে লাগল। হঠাৎই অমলবাবু তাঁর ধুলোমাখা বেহালাটা তুলে নিলেন। সেই অসম্পূর্ণ সুরটাকেই এক অপূর্ব রাগিণীতে রূপান্তরিত করলেন। স্মৃতি হারিয়ে গেলেও তাঁর আঙুল আর আত্মা সুর ভোলেনি।
# মোঃ সামিউর রহমান