অন্তবর্তী সরকার ড. ইউনুছ স্যার সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সর্বপ্রথম PR পদ্ধতিতে নির্বাচন চাই. পিআর পদ্ধতিতে নির্বাচন, হলে জালভোট অনেক অংশেই কমে যাবে. ভোট কেন্দ্র দখল করে ইচ্ছা মতন ছিল মারা বন্দ হবে. তারপর ভোট কেন্দ্রের ভিতরে বাহিরে সিসি ক্যামেরা ফিটিং করতে হবে. সেনাবাহিনীর অধিনে নির্বাচন হতে হবে. এইসব পদক্ষেপ নিতে পারলে নির্বাচন সুষ্ঠু হবার সম্ভবনা বেশি. এবং খুব দ্রুত সেনাবাহিনী মাঠে নামিয়ে দিন. কারণ অনেক জায়গাতে রাজনীতি দলগুলোর মধ্যে মারামারি শুরু হয়ে গেছে. একদল আরেক দলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছি আবার অন্যদল কারো খুন করে ফেলছে. তাই অনুরোধ সেনাবাহিনী অভিযান বারিয়ে দিন. দেশের জনজাল শেষ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে তারপর জাতীয় নির্বাচন দিন. প্রয়োজনে আপনি আরো ৫বছর ক্ষমতায় থাকুন আগে দেশ থেকে নরদমার কৃট শেষ করুন. অনুরোধ করলাম গরিব মানুষ আমি অধম রাজমিস্ত্রি

Mir Abs Shawon
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?