6 i ·Oversætte

মোহতারামা বড়পীর আম্মা হযরত গুলে-নূর সাহেবা (রহ.) ১৪০১হিজরি সালের ২রা রমজান মোতাবেক বাংলা ১৩৮৮সালের ২০শে আষাঢ় রোজ রবিবার সকাল ১০টা ৩০মিনিটে এই ইহধাম ত্যাগ করে দারুল বাকায় তশরিফ নেন। প্রতি বৎসর বাংলা সনের আষাঢ়ের ২০তারিখে হযরত বড় পীর আম্মা (র.) সাহেবার 'পবিত্র ফাতেহা শরীফ' যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদা সহকারে এনায়েতপুর দরবার শরীফে উদযাপিত হবে। বেসালাতপ্রাপ্ত এই তাপসী মহিয়সীর ফাতেহাখানী উপলক্ষে এই জলসা প্রায় গোটা আষাঢ় মাস ধরেই চলে। এই সময় খাজাবাবার মুরিদান ও ভক্ত আশেকানদের পাশাপাশি বহু প্রত্যন্ত অঞ্চল হতে লক্ষ লক্ষ মুরিদান (বিশেষ করে মহিলা মুরিদান) এনায়েতপুর দরবার শরীফে সমাবেত হন। আল্লাহ পাক তাঁর পবিত্র রূহের উপর অনন্তকাল শান্তি ও রহমত বর্ষণ করুন।
আমিন।।

image

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

5 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।