মোহতারামা বড়পীর আম্মা হযরত গুলে-নূর সাহেবা (রহ.) ১৪০১হিজরি সালের ২রা রমজান মোতাবেক বাংলা ১৩৮৮সালের ২০শে আষাঢ় রোজ রবিবার সকাল ১০টা ৩০মিনিটে এই ইহধাম ত্যাগ করে দারুল বাকায় তশরিফ নেন। প্রতি বৎসর বাংলা সনের আষাঢ়ের ২০তারিখে হযরত বড় পীর আম্মা (র.) সাহেবার 'পবিত্র ফাতেহা শরীফ' যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদা সহকারে এনায়েতপুর দরবার শরীফে উদযাপিত হবে। বেসালাতপ্রাপ্ত এই তাপসী মহিয়সীর ফাতেহাখানী উপলক্ষে এই জলসা প্রায় গোটা আষাঢ় মাস ধরেই চলে। এই সময় খাজাবাবার মুরিদান ও ভক্ত আশেকানদের পাশাপাশি বহু প্রত্যন্ত অঞ্চল হতে লক্ষ লক্ষ মুরিদান (বিশেষ করে মহিলা মুরিদান) এনায়েতপুর দরবার শরীফে সমাবেত হন। আল্লাহ পাক তাঁর পবিত্র রূহের উপর অনন্তকাল শান্তি ও রহমত বর্ষণ করুন।
আমিন।।

image