4 i ·Oversætte

শব্দ
শব্দ মানে শক্তি, আলো,
কথায় থাকে রাগ আর ভালো।
ভুল শব্দে হয় ভয়ানক ক্ষত,
সঠিক কথায় শান্তি বটে।
তোমার বলা একটুখানি,
দিতে পারে জীবন বাণী।
শব্দের খেলায় জয়-পরাজয়,
ভেবে বলো, মন যেন রয়।
একটি শব্দ পাল্টায় প্রাণ,
জীবন রচনা সেই ভাষায়