প্রার্থনা চোখ বন্ধ করে বলি কথা, মনের মাঝে নিঃশব্দ ব্যথা। নেই কোনো আড়ম্বর ভাষা, শুধুই আশার কিছু আশা। ভগবানের কাছে কিছু চাই না, শুধু শান্তি মনের ঘরে আনো না। এই ছোট্ট হৃদয়ে আলো থাকুক, অন্যের জন্য ভালো থাকুক। প্রার্থনা মানেই ভালোবাসা, নীরবে করা এক বিশ্বাস ভাসা।