শেষ কবিতা শেষ কবিতা, তবুও শুরু, শব্দ গুলো একান্ত সত্যর পূরু। তোমার চোখে পড়ুক আলো, প্রতি লাইনে থাকুক ভালো। এই শত কবিতায় গাঁথা, তোমার মনেও থাকুক প্রার্থনা। ভালোবাসা, দুঃখ, সুখের ছোঁয়া, সব মিলেছে এই কাব্যে মোহা। শেষ হলেও মনে রেখো, শত কবিতার জীবন রেখো।