পাখি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এদের রঙিন পালক, মধুর কণ্ঠস্বর এবং আকাশে ডানা মেলে ওড়ার ক্ষমতা যে কাউকে মুগ্ধ করে। শালিক, দোয়েল, ময়না, টিয়া, ফিঙে, মাছরাঙা ইত্যাদি পাখি আমাদের আশেপাশেই দেখা যায়। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি, এটি শান্ত স্বভাবের ও খুব চঞ্চল। পাখিরা গাছের ডালে বাসা বাঁধে, ডিম পাড়ে ও বাচ্চা ফোটায়। সকালবেলা এদের কূজন প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Farjana akter Jerin
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?