6 i ·Oversætte

গল্প : পোড়োবাড়ির রহস্য

প্রথম পাঠ
কলেজের চার বন্ধু আমরা—অমিত, সুমন, রাজু আর আমি, সৌরভ। আমাদের রক্তে অ্যাডভেঞ্চারের নেশা। অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলাম, শহরের বাইরে ওই যে বিশাল পোড়োবাড়িটা আছে, ওটার ভেতরে এক রাত কাটাব। ওটা নাকি এক পুরনো জমিদারের বাড়ি ছিল, যার বংশে অভিশাপ লেগেছিল। গ্রামের লোকেরা ও বাড়ির নাম শুনলেই কানে আঙুল দেয়। বলে, সূর্যাস্তের পর ও বাড়ির ত্রিসীমানায় যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। সেখানে নাকি জমিদারের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, সঙ্গে তার পরিবারের বাকি সদস্যরাও। লোকমুখে শোনা যায়, এক পূর্ণিমার রাতে জমিদার নিজের পুরো পরিবারকে খুন করে নিজে আত্মহত্যা করেছিলেন। সেই থেকে বাড়িটা অভিশপ্ত। আমাদের এসব শুনে ভয় পাওয়ার বদলে উৎসাহ আরও বেড়ে গেল। আমরা ঠিক করলাম, আগামী অমাবস্যার রাতেই ওই বাড়িতে যাব। প্রয়োজনীয় টর্চ, খাবার, জল আর একটা ক্যামেরাও নিয়ে নিলাম, যদি অলৌকিক কিছু ক্যামেরাবন্দী করা যায়! গ্রামের শেষ মাথায় এক চায়ের দোকানে আমরা যখন এই বাড়ির কথা জিজ্ঞেস করলাম, দোকানদার ভয়ে ফ্যাকাসে হয়ে গিয়েছিল। সে বারবার আমাদের নিষেধ করেছিল। কিন্তু আমরা তার কথাকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে গেলাম সেই অভিশপ্ত জমিদার বাড়ির দিকে।

আমরা তখনও জানতাম না, কোন সাক্ষাৎ মৃত্যুকে আমরা স্বেচ্ছায় বরণ করে নিচ্ছিলাম।

#রহস্যময় গল্প 😱😱😱

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

9 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

9 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

9 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।