6 که در ·ترجمه کردن

গল্প : পোড়োবাড়ির রহস্য

দ্বিতীয় পাঠ
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আমরা পোড়োবাড়ির সামনে পৌঁছালাম। বিশাল লোহার গেটটা প্রায় পুরোটাই মরচে ধরে ভেঙে পড়েছে। আমরা সহজেই ভেতরে ঢুকে গেলাম। চারদিকে ভ্যাপসা, স্যাঁতসেঁতে গন্ধ। মাকড়সার জালে আর আগাছায় পুরো চত্বরটা ভরে আছে। দোতলা বাড়িটার দিকে তাকালেই গা ছমছম করে ওঠে। ভাঙা জানালাগুলো যেন অন্ধকারের চোখ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ভেতরে ঢুকতেই একটা হিমশীতল বাতাস আমাদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর। বিশাল এক হলঘর, দেয়ালে পুরোনো তৈলচিত্রগুলো ঝুলছে, তবে ধুলোর আস্তরণে প্রায় অস্পষ্ট। এক কোণে একটা বিরাট সিঁড়ি দোতলায় উঠে গেছে। আমরা ঠিক করলাম, নিচতলাটা আগে ভালো করে ঘুরে দেখব। হলঘরের একপাশে একটা দরজা সামান্য খোলা ছিল। রাজু এগিয়ে গিয়ে দরজাটা ঠেলতেই বিকট ক্যাঁচক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখলাম, ওটা একটা পুরোনো লাইব্রেরি। অসংখ্য বইয়ের তাক, কিন্তু বইগুলো উইপোকায় খেয়ে ফেলেছে। ঘরের মাঝখানে একটা পুরোনো কাঠের চেয়ার পড়ে আছে, যেন একটু আগেই কেউ ওটাতে বসে ছিল। হঠাৎ করেই চেয়ারটা নিজে থেকে সামান্য নড়ে উঠল। আমরা চারজনেই সেটা দেখলাম। আমাদের বুকের ভেতরটা ধড়াস করে উঠল।

কিন্তু সেটা ছিল নিছকই এক সূচনামাত্র, আসল ভয়টা অপেক্ষা করছিল দোতলার অন্ধকারে।

#রহস্যময় গল্প 😱😱😱

image
3 ساعت ·ترجمه کردن
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
7 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 ساعت ·ترجمه کردن

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।