গল্প : অভিশপ্ত আয়না
প্রথম পাঠ
রীতা সদ্য একটা নতুন ফ্ল্যাটে উঠেছে। নিজের মতো করে ঘর গোছানোর শখ তার বহুদিনের। একদিন এক পুরোনো জিনিসপত্রের দোকানে ঘুরতে ঘুরতে তার চোখ আটকে গেল একটা ভিক্টোরিয়ান আমলের আয়নার ওপর। বিশাল, কাঠের ফ্রেমে জটিল কারুকার্য করা। আয়নাটা দেখেই রীতার পছন্দ হয়ে গেল। দোকানদার কেমন যেন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলল, "এটা নেবেন দিদি? অনেক সস্তায় দিয়ে দেব।" রীতা দাম শুনে অবাক হলো। এত সুন্দর একটা অ্যান্টিক আয়নার এত কম দাম! সে আর দ্বিতীয়বার না ভেবেই আয়নাটা কিনে ফেলল। ফ্ল্যাটে এনে শোবার ঘরের দেয়ালে আয়নাটা লাগানোর পর ঘরটার চেহারাই পাল্টে গেল। রীতা খুব খুশি হলো। কিন্তু সেদিন রাত থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতে ঘুমানোর সময় তার মনে হলো, আয়নার ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে। সে লাইট জ্বেলে দেখল, কিচ্ছু নেই। হয়তো নতুন জায়গা, তাই এমন মনে হচ্ছে ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু অস্বস্তিটা কিছুতেই কাটছিল না।
সে বুঝতে পারেনি, তার সাধের আয়নাটা আসলে কোনো আসবাব নয়, ওটা ছিল অশুভ এক জগতের দরজা।
#রহস্যময় গল্প 😱😱😱

Mir Abs Shawon
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
HRIDOY Dhar
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?