6 میں ·ترجمہ کریں۔

গল্প : শেষ ট্রেনের যাত্রী

প্রথম পাঠ
অনির্বাণ সেন একজন রেলওয়ে কর্মচারী। তার পোস্টিং হয়েছে এক ছোট, নিরিবিলি স্টেশনে, যার নাম পলাশপুর। স্টেশনটা শহর থেকে বেশ দূরে, চারপাশে শুধু দিগন্তবিস্তৃত মাঠ আর জঙ্গল। দিনে কয়েকটা লোকাল ট্রেন থামে, কিন্তু রাত ন'টার পর শেষ ট্রেনটা চলে গেলে স্টেশনটা একেবারে জনশূন্য হয়ে যায়। একাই ডিউটি করতে হয় অনির্বাণকে। প্রথম প্রথম তার বেশ ভালোই লাগত এই শান্ত পরিবেশ। কিন্তু কিছুদিন যেতেই সে বুঝতে পারল, এই নিস্তব্ধতা আসলে স্বাভাবিক নয়। রাতের বেলা স্টেশনটা কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে। প্ল্যাটফর্মের আবছা আলোয় দূরের জঙ্গলটাকে দেখলে মনে হয়, ওখান থেকে কেউ যেন তাকে লক্ষ্য করছে। একদিন রাতে শেষ ট্রেনটা চলে যাওয়ার পর সে স্টেশন মাস্টারের ঘরে বসে খাতা-কলম নিয়ে কাজ করছিল। হঠাৎ তার কানে এলো, প্ল্যাটফর্মে কেউ যেন হাঁটছে। কিন্তু এত রাতে তো স্টেশনে কারও থাকার কথা নয়। সে বেরিয়ে এসে দেখল, প্ল্যাটফর্ম ফাঁকা। হয়তো কোনো কুকুর-বেড়াল হবে ভেবে সে আবার ঘরে ফিরে এলো।

কিন্তু পলাশপুরের রাতের নিস্তব্ধতা যে আসলে শূন্যতা নয়, বরং কোনো অশরীরী উপস্থিতির আবরণ, তা সে টের পেতে শুরু করেছিল মাত্র।

#রহস্যময় গল্প 😱😱😱

image
4 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
5 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।