গল্প : শেষ ট্রেনের যাত্রী
চতুর্থ পাঠ
মহিলাটি কাচের দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ঠক ঠক করে দরজায় আঘাত করছে। অনির্বাণ ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে লুকিয়ে পড়ল। তার মনে পড়ে গেল স্টেশনের পুরোনো কুলিদের কাছে শোনা একটা গল্পের কথা। তারা বলত, বহু বছর আগে এই লাইনে এক মহিলা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তার স্বামী তাকে धोखा দিয়েছিল। তারপর থেকেই নাকি অমাবস্যার রাতে তার আত্মাকে এই স্টেশনে ঘুরতে দেখা যায়। সে নাকি তার শেষ যাত্রার জন্য অপেক্ষা করে। অনির্বাণের বুঝতে বাকি রইল না, সে সেই অতৃপ্ত আত্মারই পাল্লায় পড়েছে। দরজায় আঘাতের শব্দ আরও বাড়তে লাগল। মনে হচ্ছে, দরজাটা যেন ভেঙে পড়বে। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। অনির্বাণ কাঁপা কাঁপা হাতে রিসিভার তুলল। ওপাশ থেকে কোনো কথা এলো না, শুধু একটা কান্নার শব্দ ভেসে এলো, সঙ্গে বাতাসের শোঁ শোঁ আওয়াজ। অনির্বাণ ভয়ে রিসিভারটা ফেলে দিল।
আত্মাটা শুধু বাইরে থেকে ভয় দেখাচ্ছিল না, সে তার স্নায়ু নিয়ে খেলছিল, চূড়ান্ত আঘাত হানার আগে শিকারকে দুর্বল করে নিচ্ছিল।
#রহস্যময় গল্প 😱😱😱

Mir Abs Shawon
删除评论
您确定要删除此评论吗?
MD Josim Uddin
删除评论
您确定要删除此评论吗?