নীরব রাতে কান্না ভেজা চোখ,
মনের গভীরে জমে থাকা বেদনা।
হারিয়ে গেছে সেই চেনা লোক,
স্মৃতির পাতায় রয়ে শুধু যাতনা।
শূন্য হৃদয়ে বাজে বিরহের সুর,
ভালোবাসা আজ শুধুই একছায়া।
সব কথাগুলো যেনো নিঃশব্দ গুর,
আকাশও আজ অশ্রুতে ভেজায় মায়া।
দুঃখই এখন নিত্যসঙ্গী আমার,
ভালো থেকো তুমি, আমি অসার।
