আমি কবি, আমি প্রেমিক, আমি দিগন্ত-ছোঁয়া তরণী,
আমি ঝড়ের গান গেয়ে উঠি, নিঃশব্দে জাগাই ধরণী।
বাঁধনহারা আমার ছন্দ, আগুনে জ্বলা বাণী,
শিকল ভাঙা শব্দ নিয়ে গড়ি আমি বিদ্রোহী কাব্যখানি।
আমি চাঁদের হাসি, আমি সূর্যের তেজ,
অন্ধকারে আমি জ্বালি আশার দীপ্ত মেজ।
প্রেমে আমি দুঃখের বন্ধু, হাসিতে অশ্রুজল,
আমি নজরুলের সেই ধ্বনি, বজ্র কণ্ঠের দল।