নির্জন সন্ধ্যা
নির্জন সন্ধ্যা নামে নীলে রঙ মেশে,
হারিয়ে যাই আমি এক গভীর আবেশে।
তারা গুনে গুনে চলে মন ভেসে যায়,
চাঁদের আলোয় ভরে যায় নিরব নিশার গায়।
পাতার শব্দে বাজে সুর হালকা মধুর,
হৃদয় বলে কিছু কথা, সেসব বড় গম্ভীর।
ভুলে যাই সব কষ্ট, ব্যথা, জ্বালা,
রাতের কোলে ঘুমায় যেন শান্তির ভোলা।
এমন করেই প্রতিদিন সন্ধ্যা নামে,
একাকিত্ব মিশে যায় প্রকৃতির টানে।
তবু মনে জেগে থাকে আশা আর স্বপ্ন,
ভবিষ্যতের পানে চেয়ে থাকি নিরন্তর নিরুপম।