কখনো কখনো এমন সময় আসে, যখন নিজের চেনা মানুষগুলোকেই অচেনা মনে হয়। একসময় যারা সব বুঝতো, তারা আজ বোঝে না। আর যারা পাশে থাকার কথা দিয়েছিল, তারাই এক সময় একা ফেলে দেয়। কষ্ট তখনই বেশি লাগে, যখন আপন মানুষটা বদলে যায় অজানা কারণে। তবুও চুপ করে সব সহ্য করতে হয়… কারণ আমাদের কষ্ট সবাই দেখে না, শুধু অনুভব করে খুব কাছের মানুষ… যদি সে থেকেও থাকে।
Upal Paul
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?