কখনো কখনো এমনও সময় আসে, যখন চারপাশে শত মানুষ থাকলেও নিজেকে ভীষণ একা মনে হয়। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, কেউ বুঝবেও না—এমন অনুভূতি কাজ করে। একটা সময় পরে মানুষ চুপচাপ হয়ে যায়, অভিমান আর কষ্ট জমে জমে চোখের পানিতে হারিয়ে যায় সব শব্দ। আসলে কেউ চাইলেই পাশে থাকে না, সময়-পরিস্থিতিই ঠিক করে কে আপন আর কে শুধু নামেই আপন।
❞
Mst. Sadiya Akter
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?