ভালো থাকো—এই কথাটা শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। অনেকে ভাবে, কষ্ট বলা সহজ… কিন্তু কাকে বলবো? কেউ তো শোনে না। একসময় খুব আপন যাদের ভাবতাম, তারাই আজ সবচেয়ে দূরের। যখন মনের ভিতর ভাঙনের শব্দ শুনি, তখন হাসতে হয় যেন কিছুই হয়নি। কারণ সবাই বলে, "তুমি তো শক্ত একজন মানুষ!" কিন্তু ভিতরে আমি ধ্বংস।
❞
Mst. Sadiya Akter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟