২১.
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে মানবমণ্ডলী! তোমরা তোমাদের প্রভুর উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন—যেন তোমরা পরহেজগার হতে পারো।
২২.
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন, এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তাতে বিভিন্ন ফল-ফসল উৎপন্ন করেছেন, যা তোমাদের জীবিকা। সুতরাং তোমরা জেনে-বুঝে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না।
-- সুরা আল-বাকারা (আয়াত ২১-২২ )
Mir Abs Shawon
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟