২৫.
وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُۖ كُلَّمَا رُزِقُوا۟ مِنْهَا مِن ثَمَرَةٍۢ رِّزْقًۭا قَالُوا۟ هَـٰذَا ٱلَّذِى رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُوا۟ بِهِۦ مُتَشَـٰبِهًۭاۖ وَلَهُمْ فِيهَآ أَزْوَٰجٌۭ مُّطَهَّرَةٌۭ وَهُمْ فِيهَا خَـٰلِدُونَ
আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে—তাদেরকে সুসংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে সেখানকার ফলমূল থেকে রিযিক দেওয়া হবে, তারা বলবে, “এ তো সেই যা আমাদের পূর্বেও দেওয়া হয়েছিল।” অথচ তা তাদেরকে সদৃশ রূপে দেওয়া হবে। আর সেখানে তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনীরা, এবং তারা সেখানে চিরকাল থাকবে।
-- সুরা আল-বাকারা (আয়াত ২৫ )