৩১.
وَعَلَّمَ ءَادَمَ ٱلْأَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى ٱلْمَلَـٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِى بِأَسْمَآءِ هَـٰٓؤُلَآءِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
তিনি আদমকে সমস্ত নাম শিখিয়ে দিলেন। তারপর তিনি সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, “তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাকে এগুলোর নাম বলো।”
৩২.
قَالُوا۟ سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
তারা বলল, “আপনি পবিত্র! আমাদের কোনো জ্ঞান নেই, তবে আপনি যা আমাদের শিখিয়েছেন তা ছাড়া। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।”
-- সুরা আল-বাকারা (আয়াত ৩১-৩২ )