৩৪.
وَإِذْ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَۖ أَبَىٰ وَٱسْتَكْبَرَ وَكَانَ مِنَ ٱلْكَـٰفِرِينَ
আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, “তোমরা আদমকে সিজদা করো।” তখন সবাই সিজদা করেছিল, কিন্তু ইবলিস তা করল না; সে অস্বীকার করল, অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
-- সুরা আল-বাকারা (আয়াত ৩৪ )