৩৬.
فَأَزَلَّهُمَا ٱلشَّيْطَـٰنُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ ۖ وَقُلْنَا ٱهْبِطُوا۟ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّۭ ۖ وَلَكُمْ فِى ٱلْأَرْضِ مُسْتَقَرٌّۭ وَمَتَـٰعٌ إِلَىٰ حِينٍۢ
অতঃপর শয়তান তাদেরকে সেই স্থান থেকে পা ফসকে ফেলাল, এবং যে সুখ-সুবিধায় তারা ছিল, তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, “তোমরা সবাই নেমে যাও, একে অন্যের শত্রু হয়ে। আর পৃথিবীতে থাকবে তোমাদের এক নির্দিষ্ট আবাসস্থল ও নির্ধারিত সময় পর্যন্ত জীবিকা।”
-- সুরা আল-বাকারা (আয়াত ৩৬ )