৩৭.
فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَـٰتٍۢ فَتَابَ عَلَيْهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
অতঃপর আদম তাঁর প্রভুর পক্ষ থেকে কিছু শব্দ শিখে নিলেন, এবং আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা গ্রহণকারী, পরম দয়ালু।
৩৮.
قُلْنَا ٱهْبِطُوا۟ مِنْهَا جَمِيعًۭا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًۭى فَمَن تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
আমি বললাম, “তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে কোনো পথনির্দেশ আসবে, তখন যারা তা অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।”
-- সুরা আল-বাকারা (আয়াত ৩৭-৩৮ )
Mir Abs Shawon
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?