৩৯.
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ
আর যারা কুফরি করে ও আমার আয়াত অস্বীকার করে—তারা জাহান্নামের অধিবাসী; সেখানে তারা চিরকাল থাকবে।
৪০.
يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا۟ بِعَهْدِىٓ أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّـٰىَ فَٱرْهَبُونِ
হে বনি ইসরাঈল! তোমাদের প্রতি আমি যে অনুগ্রহ করেছি, তা স্মরণ করো। আমার সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার পূর্ণ করব। আর শুধু আমারই ভয় করো।
-- সুরা আল-বাকারা (আয়াত ৩৯-৪০ )