তুমি আমি নয়, আমরা হই এক,
আল্লাহর পথে চলি, ছিন্ন করি সব দ্বন্দ্বের রেখ।
ভালোবাসা যেন শুধু নয় দেহের খেলা,
ইমানের আলোয় গড়া হালাল সম্পর্কের মেলা।

তোমার চোখে দেখি জান্নাতের স্বপ্ন,
সালাতের পরে দোয়া করি নিরব রজনী স্নিগ্ধ।
তুমি আমার সঙ্গী, দুনিয়া ও আখিরাতে,
হাতে হাত রেখে হাঁটি আল্লাহ্‌র রহমতের ছায়াতে।

চলো তুমি আমি মিলি সে পথচলায়,
যেখানে হায়া, তাকওয়া—ভালোবাসার প্রহরায়।
তুমি আমায় জিকিরে ডেকো, আমি কোরআনে,
এই বন্ধন থাক চিরকাল, রাহমানের প্রশান্তি প্রাণে। #islam

image