#প্রয়োজনীয়
আমরা সবাই জানি যে, ছেঁড়া টাকা ব্যাংকে দিলে তারা আমাদের ভালো টাকা দেয় অর্থাৎ টাকা এক্সচেঞ্জ করা যায় ব্যাংকে। কিন্তু এটা কি জানি যে, তারা এই টাকা কেনো নেয় এবং নিয়ে কি করে?
চলুন জেনে নেই 👇
১. ছেঁড়া টাকা ব্যাংক কেনো নেয়?
বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো, যেকোনো ব্যাংককে গ্রাহকের ছেঁড়া, পুরনো বা ক্ষতিগ্রস্ত টাকা নিতে হবে (যদি সেটা একেবারে ছিন্নভিন্ন না হয়)। এটা একটা ব্যাংকিং সেবা। তারা যদি চেক করে দেখতে পায় টাকাটা নকল নয় তাহলে বলতে পারেন তারা আইন অনুযায়ী বাধ্য। এরপর, তাদের উদ্দেশ্য গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হয়। বলতে পারেন বিষয়টা এরকম যে,“তুমি নাগরিক, তোমার টাকা নষ্ট হলেও আমরা দায় নিচ্ছি”।
২. ব্যাংক এই ছেঁড়া টাকা নিয়ে কি করে?
~ব্যাংক ছেঁড়া টাকা এক জায়গায় জমা রাখে। একটা নির্দিষ্ট সময় পর তারা সব ছেঁড়া টাকার একটা হিসাব করে বাংলাদেশ ব্যাংকে পাঠায়।
~বাংলাদেশ ব্যাংক ছেঁড়া/পুরনো টাকা গ্রহণ করে আর সেগুলো টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়াকে বলে "Note Shredding"।
~সেই ধ্বংস হওয়া টাকার জায়গায় নতুন টাকা ছাপায় ও বাজারে ছাড়ে। অর্থাৎ, টাকা চালু রাখার প্রক্রিয়ারই একটা অংশ এটি।
এভাবেই প্রকিয়াটি চলমান থাকে এবং দেশে মুদ্রাস্ফীতি যেনো না হয় সেটি এভাবেই নিশ্চিত করা হয়।
ধন্যবাদ!