জীবন নিয়ে সবচেয়ে বড় ভুলটা করেছিলাম ক্লাস ফাইভে, যখন বলেছিলাম—"বড় হয়ে আমি আর ঘুমাবো না, সারাদিন কাজ করবো!" এখন সকালে উঠে অফিসে যেতে গিয়ে মনে হয়—ঘুমই জীবন, বাকি সব বিভ্রম!