লেগে থাকুন
"সাফল্যের মূলমন্ত্র হলো ধৈর্য এবং অধ্যবসায়। যখন সবাই হাল ছেড়ে দেয়, আপনি তখনই চেষ্টা চালিয়ে যান।"
* সহজে কিছু আসে না। যারা সফল হয়েছেন, তারা বারবার চেষ্টা করেছেন এবং লেগে থেকেছেন। আপনিও যদি কোনো কাজ থেকে সহজে পিছু না হটেন, তাহলে সাফল্য আপনার হাতে ধরা দেবেই।