#শিক্ষা
📚 "এই যে নীল জামা, তোমার নাম কী?"
— এক সাধারণ প্রশ্ন, যার পেছনে লুকিয়ে ছিল জীবন বদলে দেওয়া শিক্ষা...
কলেজের প্রথম দিন।
শিক্ষক ক্লাসে ঢুকেই এক ছাত্রীকে লক্ষ্য করে বললেন:
🔵 “এই যে নীল জামা, তোমার নাম কী?”
— “রেশমি, স্যার।”
— “এই মুহূর্তে ক্লাস থেকে বের হয়ে যাও। তোমার মুখ আর যেন না দেখি!”
রেশমি কিছু না বুঝেই চোখের জল চেপে বেরিয়ে গেল...
ক্লাস নিস্তব্ধ। কেউ কোনো প্রশ্ন করল না। কেউ কিছু বলল না।
📖 তখন শিক্ষক প্রশ্ন করলেন:
“আইন কেন তৈরি হয়?”
ছাত্ররা বলল, “ন্যায়ের জন্য, শৃঙ্খলার জন্য।”
তখনই শিক্ষক বললেন,
“কিন্তু আমি তো এখনই একজনের সাথে অন্যায় করলাম। তবুও কেউ কিছু বললে না কেন?”
...সবাই নীরব।
💔 কারণ? “এটা তো আমার সঙ্গে হয়নি” — এই আত্মকেন্দ্রিক মানসিকতা আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি।
👨🏫 শিক্ষকের শেষ কথা ছিল:
"চুপ থাকা মানেই সম্মতি দেওয়া।
আজ তুমি চুপ, কাল তোমার বিপদেও কেউ থাকবে না।
ন্যায়ের পক্ষে দাঁড়ানোই প্রকৃত মানবতা।"
✊ সাহস করো। অন্যায় দেখলে মুখ খোলো।
কারণ ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানেই ভবিষ্যতের জন্য আশা গড়া।
Bikash Lakra
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟