৫৪.
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلْعِجْلَ فَتُوبُوٓا۟ إِلَىٰ بَارِئِكُمْ فَٱقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
আর যখন মূসা তাঁর সম্প্রদায়কে বললেন, “হে আমার কওম! তোমরা গরুর পূজা করে নিজেদের প্রতি জুলুম করেছো। এখন তোমাদের সৃষ্টিকর্তার নিকট তাওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। এটা তোমাদের জন্য উত্তম তোমাদের সৃষ্টিকর্তার নিকট।” অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।
-- সুরা আল-বাকারা (আয়াত ৫৪ )
Kao
Komentar
Udio