৫৫.
وَإِذْ قُلْتُمْ يَـٰمُوسَىٰ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهْرَةًۭ فَأَخَذَتْكُمُ ٱلصَّـٰعِقَةُ وَأَنتُمْ تَنظُرُونَ
আর যখন তোমরা বলেছিলে, “হে মূসা! আমরা কখনোই তোমার কথা বিশ্বাস করব না, যতক্ষণ না আমরা আল্লাহকে স্পষ্ট দেখছি।” তখন তোমাদেরকে বিদ্যুৎপাতে ধরে ফেলেছিল, অথচ তোমরা দেখছিলে।
৫৬.
ثُمَّ بَعَثْنَـٰكُم مِّنۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
তারপর আমি তোমাদের মৃত্যুর পর পুনর্জীবিত করেছিলাম, যেন তোমরা কৃতজ্ঞ হও।
-- সুরা আল-বাকারা (আয়াত ৫৫-৫৬ )
Arif Ahmed
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?