৬০.
وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًۭا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍۢ مَّشْرَبَهُمْ ۚ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
আর যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলেন, আমি বললাম, “তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো।” তখন তা থেকে বারোটি ঝরনা নির্গত হলো। প্রত্যেক গোত্র তাদের নিজ নিজ পানির জায়গা চিনে নিল। বললাম, “আল্লাহর রিজিক খাও এবং পান কর, আর পৃথিবীতে দাঙ্গা সৃষ্টি করে বেড়িও না।”
-- সুরা আল-বাকারা (আয়াত ৬০ )
Kao
Komentar
Udio
Nadim Ahmed
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?