সাইকোলজি বলে,
আপনি আয়নায় নিজেকে যতটা এট্রাক্টিভ এবং সুন্দর দেখেন
লোকেরা আপনাকে তার থেকে ও তিন গুন বেশি এট্রাক্টিভ এবং সুন্দর দেখে।
পৃথিবীর সব মানুষই সুন্দর। তবে সে সৌন্দর্য দেখা কিংবা উপভোগ করতে হলে সর্বপ্রথম আপনার চোখ এবং মন দু'টো কেই সুন্দর রাখতে হবে। তবেই আপনি মানুষ কিংবা প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য টা উপলব্ধি করতে পারবেন।

বিশ্বাস করেন আপনি সত্যিই সুন্দর 🤍