৮৭.
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَقَفَّيْنَا مِنۢ بَعْدِهِۦ بِٱلرُّسُلِ ۖ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُكُمُ ٱسْتَكْبَرْتُمْ فَفَرِيقًۭا كَذَّبْتُمْ وَفَرِيقًۭا تَقْتُلُونَ
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার পরে একের পর এক রাসূল পাঠিয়েছিলাম। আমি মারইয়ামের পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম এবং তাঁকে পবিত্র আত্মা (জিবরীল)-এর মাধ্যমে শক্তি দিয়েছিলাম। তবে কি যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে আসেন যা তোমাদের মন চায় না, তখন তোমরা অহংকার করে বসো? অতএব তোমরা একটি দলকে মিথ্যাবাদী বলো এবং অপর দলকে হত্যা করো?
-- সুরা আল-বাকারা (আয়াত ৮৭ )
처럼
논평
공유하다